হাওড়া, ১০ মে:- ঐতিহাসিক লং মার্চের আজ দ্বিতীয় দিন। মিছিল রওনা হয়েছে ধর্মতলায়। হাওড়া ব্রিজে অসুস্থ এক আন্দোলনকারী। ফুরফুরা শরীফ থেকে ধর্মতলা পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঐতিহাসিক লং মার্চ। সেটি বুধবার দুপুরে হাওড়ার টিকিয়াপাড়ার কাছে এসে পৌঁছায়। সেখান থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে, ধর্মতলায় লংমার্চ যাওয়ার পথে হাওড়া ব্রিজের উপর এক ব্যক্তি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।
তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, ২০১৪ প্রাইমারি টেট পাস ট্রেন্ড নন ইনক্লুডেড ক্যানডিডেটস একতা মঞ্চের তরফ থেকে এই লং মার্চের আয়োজন করা হয়েছে। এদের অভিযোগ, নবান্ন থেকে নিয়োগের ঘোষণা করেও তিনি সেই ঘোষণা পালন করতে পারলো না সরকার।