এই মুহূর্তে জেলা

মানুষের ফাঁদে নিরীহ পাখি।

হুগলি, ২৩ এপ্রিল:- রবিবার সকালে চুঁচুড়ার ২ নম্বর কাপাসডাঙ্গার লক্ষ্মীনারায়ণ পল্লীর একটি পুকুরের ফাঁদি জালে আটকে পড়া একটি ভারতীয় বক (ব্ল্যাক হেডেড হেরন)-কে উদ্ধার করতে উপস্থিত হন ব্যান্ডেলের পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। পুকুরের মাঝ বরাবর জালে আটকে পড়া বকটিকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন তিনি। বকটির পায়ে নাইলনের জাল আটকে ক্ষতের সৃষ্টি হয়। প্রাথমিক চিকিৎসার পর এ দিন পাখিটিকে প্রকৃতির কোলে ছেড়ে দেন তিনি। চন্দন জানাচ্ছেন, প্রাণীকূলের উপর নিষ্ঠুরতা প্রতিরোধ আইন

(প্রিভেনশন অফ অ্যানিমেল ক্রুয়েলটি অ্যাক্ট ১৯৬০) রয়েছে। অথচ সেই আইন কোনওভাবেই প্রয়োগ হচ্ছে না। ফলে পুকুরের উপর কিংবা ফলন্ত গাছে ফাঁদি জাল বিছানোর্ বহর ক্রমেই বেড়ে চলেছে। পাশাপাশি নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, “বছর কয়েক আগেও মূলত গ্রামীণ এলাকায় গিয়ে ফাঁদি জালে আটকে পড়া পাখিদের উদ্ধার কাজ করতাম। কিন্তু সম্প্রতি শহরাঞ্চলের পুকুরগুলিতে এই জাল পাতা শুরু হয়েছে। সঠিক সময়ে খবর না পেলে জালে আটকেই পাখিগুলি মারা যাচ্ছে।”