এই মুহূর্তে কলকাতা

.যৌথ মঞ্চে ভাঙন, বেরিয়ে গেল ইউনিট ফোরাম।

কলকাতা, ২১ এপ্রিল:- কেন্দ্রীয় হারে আন্দোলন করা সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে এবার আর্থিক তছরুপের অভিযোগ। শুধু তাই নয় ওই অভিযোগ এনে মঞ্চ থেকে বেরিয়ে গেলো অন্যতম সহযোগী এক সংগঠন। রাজ্য সরকারের সঙ্গে যৌথ মঞ্চের বৈঠকের দিনে এমন অভিযোগ ওঠায় তুমুল অস্বস্তিতে পড়েছেন মঞ্চের ছাতার তলায় থাকা বিভিন্ন কর্মচারী সংগঠনের সদস্যরা। যৌথ মঞ্চের বিরুদ্ধে তছরুপের অভিযোগ আনা ইউনিটি ফোরামের অভিযোগ, ব্যাপক টাকা নয়ছয় করেছে মঞ্চ। আরও অভিযোগ, একনায়কতন্ত্র চলছে।

বলা হয়েছে, সরকারি কর্মীরা আন্দোলনের জন্য টাকা দিয়েছেন ডিএ পাওয়ার জন্য। আন্দোলনের পন্থা ছিল দু’টি। একটি রাস্তায় নেমে আন্দোলন। অন্যটি সুপ্রিম কোর্টে মামলা। বলা হয়েছে, এই মামলা এখন দেশের শীর্ষ আদালতের বিচারাধীন। তাই প্রায় ৮৫ দিন ধরে আন্দোলন ‘বেকার’।যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ করে ফোরামের দেবপ্রসাদ হালদার বলেন, তছরুপের প্রতিবাদ করতেই আহ্বায়ক পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ফোরাম আহ্বায়কের দাবি, ধীরে ধীরে যৌথ মঞ্চ থেকে আরও অনেক সংগঠন বেরিয়ে আসবে। আবার কারও দাবি, যৌথ মঞ্চ আসলে ‘বিজেপি ঘনিষ্ঠ’।