এই মুহূর্তে কলকাতা

প্রবল গরম ও করোনা সংক্রমণ নিয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৯ এপ্রিল:- প্রবল গরম এবং কোভিড সংক্রমণ নিয়ে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনবহুল স্থানে মাস্ক পড়া, যতটা সম্ভব সতর্কবিধি মেনে চলার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে এ-ও জানিয়েছেন, তিনি নিজে ইদের পর আবার মাস্ক পরা শুরু করবেন। গরম থেকে বাঁচতেও নানা পরামর্শ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্তে রাজ্যে ৪৯ জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি। তাঁদের মধ্যে ৯ জনের অক্সিজেন সরবরাহের প্রয়োজন হচ্ছে। কারও ভেন্টিলেশনের দরকার হচ্ছে না। কোভিড হলেও সুস্থ হয়ে উঠছেন সকলেই। ফলে করোনা পরিস্থিতি নিয়ে এখনই তেমন চিন্তার কারণ নেই। তবে গরমের কথা মাথায় রেখে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘গরমে রোগের পরিক্রমা শুরু হয়। তাই পারলে আপনারা মাস্ক পরবেন। ভিড় এড়িয়ে চলবেন। ইদের পর আমিও মাস্ক পরতে শুরু করব। আমার বেশ কয়েকটা ইফতারের নেমন্তন্ন আছে। সেগুলো মিটলে আমিও মাস্ক পরব।’’ রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবার ১০০ ছাড়িয়েছে। সংক্রমণের হার নিয়ে কিছুটা চিন্তায় বিশেষজ্ঞেরা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আগেভাগেই সতর্ক করার জন্য নতুন করে মঙ্গলবার আবার কোভিড-নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। তাতে মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলার পাশাপাশি, জ্বর কিংবা সর্দিকাশি হলে কোভিড পরীক্ষা করানো, কোভিড হলে নিভৃতবাসে থাকা, চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক না খাওয়ার মতো একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে।