এই মুহূর্তে কলকাতা

বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা রাজ্যের।

কলকাতা, ১৪ এপ্রিল:- সাম্প্রতিক কালে রাজ্যে বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে। পুরসভায় নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মী ও আধিকারিকদের চুক্তি পুনর্নবীকরণের কাজে এবার জেলা শাসকদের যুক্ত করা হচ্ছে। এতদিন রাজ্যের পুরদফতর একক ভাবে এই সংক্রান্ত বিষয় দেখভাল করত। দফতরের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, পুনর্নবীকরণে কোনও ফাইল কোনও পুরসভা আর সরাসরি রাজ্যের পুরদফতরে পাঠাতে পারবে না। পুরসভাগুলি সংশ্লিষ্ট জেলাশাসককেই প্রস্তাব পাঠাবে। খতিয়ে দেখে ফাইল তিনিই পাঠাবেন রাজ্যের পুরদফতরে। উল্লেখ্য, এর আগেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল এবার থেকে রাজ্যের সব পুরসভায় সমস্ত পুরকর্মী নিয়োগ হবে জেলাশাসকের নজরদারিতে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, চুক্তিভিত্তিক কর্মী ও আধিকারিকদের চাকরি পুনর্নবীকরণের ক্ষেত্রে আরও স্বচ্ছতা রাখতে জেলা শাসকদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এতদিন রাজ্যের পুরসভাগুলিতে চুক্তি ভিত্তিতে নিয়োগ হওয়া কোনও কর্মরত কর্মী বা আধিকারিকদের পুনর্নবীকরণের মেয়াদ বাড়াতে হলে সেই চুক্তির মেয়াদ ফুরানোর ১৫ দিন আগে সেই সংক্রান্ত ফাইল সরাসরি রাজ্যের পুরদফতরে পাঠাতে হতো। এবার অন্তত একমাস আগে সেই সংক্রান্ত ফাইল পাঠাতে হবে জেলা শাসকের কার্যালয়ে। ওই ফাইল জেলা শাসকের কার্যালয়ে না পাঠিয়ে সরাসরি রাজ্যের পুরদফতরে পাঠালে তা গ্রাহ্য করা হবে না। কোনও কর্মী বা আধিকারিক বছরে কতদিন কাজ করেছেন, কতদিন ছুটি নিয়েছেন, অফিসে সহকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, কাজের প্রতি তাঁর দায়বদ্ধতা কতটা প্রভৃতি খতিয়ে দেখা হয় চুক্তি নতুন করে বহাল রাখার ক্ষেত্রে। নবান্নের দাবি, এই সব ক্ষেত্রে সুপারিশ খাটিয়ে নিজেদের কন্ট্র্যাক্ট রিনিউ করিয়ে নেওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে যা পরবর্তীকালে রাজ্যের শীর্ষ প্রশাসনের নজরে এসেছে। নতুন ব্যবস্থায় সেই সব ঘটনা আর ঘটবে না। যারা ভাল কাজ করবেন তাঁরা থাকবেন যারা কাজ করবেন না তাঁদের বিদায় দেওয়া হবে।