এই মুহূর্তে জেলা

আঞ্চলিক দল হিসাবে তৃণমূলকে ঘোষণা প্রসঙ্গে আইনের দ্বারস্থ নেওয়া হবে, জানালেন শশী পাঁজা।

হাওড়া , ১১ এপ্রিল:- বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোনামুখী থানার আইসি’কে প্রকাশ্য হুমকি দেওয়ার সমালোচনা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ড: শশী পাঁজা। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে তিনি এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উনি এক সময় মাথা কামিয়ে বলেছিলেন যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারেন ততদিন চুল রাখবেন না। অথচ এখন মাথায় চুল নিয়ে ঘুরছেন। ওদের আন্দোলন ফেকু আন্দোলন। ফেকু প্রতিবাদ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফেলেইরোর পদত্যাগ নিয়ে শশী পাঁজা এদিন বলেন, উনি ভালো থাকুন। সুস্থ থাকুন। গোয়ার মানুষের জন্য কাজ করুন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভায় নতুন প্রার্থীকে পাঠানো হবে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মর্যাদা হারিয়ে আঞ্চলিক দল হিসাবে ঘোষণা প্রসঙ্গে শশী পাঁজা এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দলের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলের নেতৃত্ব এ ব্যাপারটা দেখছে।

সাংবাদিকরা প্রশ্ন করেন কয়লা মাফিয়া রাজু ঝা হত্যাকাণ্ডে এখনো কেউ গ্রেফতার নেই। এ প্রসঙ্গে শশী পাঁজা বলেন, পুলিশ এবং সিআইডি’র পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। আসন্ন পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেল, হাওড়া জেলা সদর শাখার আহবানে মঙ্গলবার বিকেলে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সদর কার্যালয়ে সামনে এক রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই রাজনৈতিক কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ড: শশী পাঁজা, অরূপ রায়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি তথা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার। এছাড়াও ওই কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দ। ওই রাজনৈতিক কর্মীসভার প্রধান আয়োজক হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র ও উদ্বাস্তু সেলের সভাপতি ধ্রুবজ্যোতি সেন জানান, এদিন প্রথমে কামারডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে হাওড়া সদর তৃণমূল কার্যালয় পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। এরপর হয় রাজনৈতিক কর্মীসভা এবং সবশেষে সন্ধ্যায় রয়েছে রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা মায়ের সন্ধ্যা আরতি।