কলকাতা, ১১ এপ্রিল:- জনজাতির মর্যাদাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত কুর্মি সমাজের একাংশ আজ রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসেছে। পশ্চিমবঙ্গ কুর্মি সমাজের নেতা রাজেশ মাহাতোর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল আজ নবান্নে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকে বসেছেন। তবে কুর্মি সমাজের আরেকটি অংশ রাজ্য সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে।
আদিবাসী কুড়মি সমাজের ব্যানারে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এদিকে কুর্মি আন্দোলনের জেরে রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা বলেছেন। রেল পরিষেবা কিভাবে স্বাভাবিক করা যায় তা নিয়ে দু পক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।