এই মুহূর্তে জেলা

রাজ্যে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলে বিজেপিরই একটা ঘোমটা। মন্তব্য কল্যাণের।

হাওড়া, ৯ এপ্রিল:- রাজ্যে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলে বিজেপিরই একটা ঘোমটা। বিজেপি ঘোমটা পরে আছে। ঘোমটার তলায় এটা বিজেপিরই বিভিন্ন রূপ। মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।রবিবার হাওড়ায় ডোমজুড় বিধানসভা কেন্দ্রে জগদীশপুরের এক দলীয় কর্মী সম্মেলনে এসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন। তিনি বলেন, এই ফ্যাক্ট ফাইন্ডিং দল বিজেপিরই একটা একটা ঘোমটা। এটা ঘোমটার তলায় বিজেপির বিভিন্ন রূপ। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কোনও লিগাল অথরিটি নেই। দ্বিতীয়ত শিবপুরে ১৪৪ ধারা জারি রয়েছে সেখানে ঢোকার কোনও অধিকার নেই। এটা কিসের ফ্যাক্ট ফাইন্ডিং দল?

তৃতীয়ত হাইকোর্টে মামলা পেন্ডিং আছে। সাবজুডিশ ম্যাটার হাইকোর্ট মামলা দেখছে। তাছাড়া বাংলার মানুষ বুঝে গেছে ভারতীয় জনতা পার্টি বাইরে থেকে লোক এনে ঝামেলা করে। বিজেপি চাইছে বাংলায় আগুন লাগাতে। পুরো বাংলাতে গুজরাটের মতোই দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি। এদিন সাগরদিঘী প্রসঙ্গে প্রশ্নের উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সাগরদীঘি নিয়ে দলের মধ্যে আলোচনা হচ্ছে। আর একটা সাগরদিঘী দেখালে কি কিছু হয়ে যাবে নাকি ? দেখুন না সামনের পঞ্চায়েত নির্বাচনে কি হয় কে কোথায় থাকে? তিনি বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে সবার মুখোশ খুলে দিয়েছে।