এই মুহূর্তে কলকাতা

পৃথক স্টেট সার্ভিসের মান্যতা দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩১ মার্চ:- রাজ্যের ভূমি দফতরের প্রশাসনিক কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে তাদের জন্য চালু হল পৃথক সার্ভিস। ওই দফতরের শীর্ষ পদে সরাসরি আধিকারিক নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস সার্ভিস চালু করেছে। এর ফলে আগামী দিনে রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষায় এ বিভাগে উত্তীর্ণদের ২ বছরের প্রশিক্ষণ শেষে সরাসরি ব্লক ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার পদে নিয়োগ করা যাবে। এর পাশাপাশি ভূমি দফতরের অন্যান্য পদেও চাকরি সংক্রান্ত নিয়মেও কিছু রদবদল করা হয়েছে। যাতে ওই দফতরের আধিকারিকদের পদোন্নতি ও বেতনপ্রদান বৃদ্ধির ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা হবে। ভূমি দফতর সূত্রে জানা গেছে এতদিন ধরে ডব্লিউবিসিএস পরীক্ষায় গ্রুপ সি উত্তীর্ণরা রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের অধীনে রেভিনিউ অফিসার হিসাবে নিয়োগ পেতেন। কিন্তু এই পদে যারা যোগ দিতেন তাঁদের স্পেশ্যাল রেভিনিউ অফসার পদে পদোন্নতি পেতে ১০ বছর অপেক্ষা করতে হত। আবার সেই পদ থেকে গ্রেড ওয়ান অফিসার হতে আরও ১০ বছর সময় লেগে যেত। সেই পদে নূন্যতম ৫ বছর কাজ করার পরে তাঁরা বিডিও হতে পারতেন।

এভাবেই দেখা যেত মাত্র ৫ বছর বিডিও পদে কাজ করেই তাঁদের কর্মজীবন শেষ হয়ে যাচ্ছে।এবার থেকে ডব্লিউবিসিএস পরীক্ষায় গ্রুপ এ তে উত্তীর্ণরা যেমন ব্লক ল্যান্ড অ্যান্ড রেভিনিউ অফিসার পদে নিযোগ পাবেন আবার গ্রুপ সি-তে উত্তীর্ণরা রেভিনিউ অফিসার হিসাবে যোগদান করলেও তাঁদের প্রোমোশনের জন্য ১০ বছর অপেক্ষা করতে হবে না। ৭ বছরের মাথাতেই তাঁরা প্রোমোশান পাবেন। নয়া এই স্টেট সার্ভিস-এ মোট ৭৩৪টি পদ থাকছে। ২৯ মার্চ এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মী থেকে আধিকারিকদের দীর্ঘ কয়েক দশকের দাবি ছিল তাঁদের জন্য পৃথক স্টেট সার্ভিস চালু করতে হবে। সেই দাবিকেই মান্যতা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে আগামী দিনে বিসিএ, পরীক্ষায় গ্রুপ এ-তে উত্তীর্ণদের জন্য নির্দিষ্ট ৮টি সার্ভিসের সঙ্গে যুক্ত হল ল্যান্ড রিফর্ম সার্ভিস-ও। এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা।