কলকাতা, ২৬ মার্চ:- একগুচ্ছ কর্মসূচী নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ এই প্রথমবারের জন্য দুই দিনের সফরে রাজ্যে আসছেন। সোমবার সকাল ১১টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে নামবেন। এরপরে তিনি হেলিকপ্টারে করে ময়দানে আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন। সেখান থেকে কলকাতার এলগিন রোডে নেতাজী ভবনে প্রস্তাবিত এক অনুষ্ঠানে যোগ দেবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পরে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছবেন তিনি। সেখান থেকে রাজভবনে যাবেন। পরে বিকাল ৫টায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে
রাজ্য সরকারের তরফে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস উপস্থিত থাকবেন। সেইদিন রাজভবনে রাত্রীবাস করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার সকাল ১০ টায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাষ্ট্রায়ত্ব ইউকো ব্যাংকের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে বেলুড় মঠে যাবেন। ঐদিনই বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি অংশ নেবেন। পরে বিকালে আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ড হয়ে রাষ্ট্রপতি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। এর পরে সেনার বিশেষ বিমানে রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে।