কলকাতা, ২৫ মার্চ:- এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল ১ম বর্ষ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গতকাল সন্ধ্যায় সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটের মূল প্রেক্ষাগৃহে এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় প্রমুখ। উৎসব চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। কেন্দ্র সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রত্যক্ষ সহযোগিতায় এই উৎসবের প্রধান আয়োজক ‘বাংলা আবার’ নামক একটি বেসরকারি সংস্থা। যারা ইতিমধ্যে একাধিক কর্মসূচির মধ্য দিয়ে বাংলার হৃত গৌরব পুনরুদ্ধারে ব্রতী হয়েছেন। সংস্থার পক্ষ থেকে ফেস্টিভ্যাল ডিরেক্টর সংঘমিত্রা চৌধুরী জানান “উৎসবে মোট দশটি পূর্ণ দৈর্ঘ্যের ও ২৬টি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ও তথ্যচিত্র দেখানো হবে”।
এই তালিকায় রয়েছে প্রবাদপ্রতিম পরিচালক সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’, মৃণাল সেনের ‘ইন্টারভিউ’, বুদ্ধদেব দাশগুপ্তের ‘উত্তরা’। পাশাপাশি, অনেক নতুন প্রজন্মের দেশের ও দেশের বাইরের ও পরিচালকদের চলচ্চিত্র ও তথ্যচিত্র স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখার্জি এবং রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের ভূষিত করা হয়। পুরস্কার তুলে দেন রাজ্যপাল। এই চলচ্চিত্র উৎসবে প্রধান পৃষ্ঠপোষক কাঞ্চন ব্যানার্জি এক ভিডিও বার্তায় জানান-”বাংলা সিনেমার হৃত গৌরবকে পুনরুদ্ধার করতে, বিশেষ রংয়ের প্রভাব থেকে মুক্ত করতে আমাদের এই প্রয়াস। নানা রঙের মিশ্রণে আবার বাংলা সিনেমা হৃত গৌরবকে ফিরে পাক”।
অনুষ্ঠানের শেষ দিনের ‘বিশেষ স্ক্রিনিং’ হবে আধুনিক ভারতের প্রথম শল্যচিকিৎসক পন্ডিত মধুসূদন গুপ্তের জীবনীর ওপর নির্মিত তথ্যচিত্র। পরিচালক হুগলি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র অভিজ্ঞান কিশোর দাস। ইতিমধ্যে, তথ্যচিত্রটি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। সম্প্রতি মার্কিন মুলুকে ফিলাডেলফিয়া যুব চলচ্চিত্র উৎসবে প্রথম পুরস্কার পায় এই তথ্যচিত্রটি। কিশোর পরিচালক অভিজ্ঞান তার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে জানায় “মহান মনীষীদের অসামান্য ও কালজয়ী সৃষ্টির সঙ্গে আমারও অতি ক্ষুদ্র প্রচেষ্টা একই ফেস্টিভ্যালে স্থান পেয়েছে, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে”। অনুষ্ঠানের সমাপ্তিতে মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।