এই মুহূর্তে কলকাতা

দুয়ারে সরকার থেকেই বিধবা ভাতার আবেদন জানানো যাবে।

কলকাতা, ২০ মার্চ:- এবার থেকে দুয়ারে সরকার শিবিরে বিধবা ভাতার জন্যেও আবেদন জানানো যাবে। সোমবার নবান্নে আসন্ন দুয়ারে সরকার কর্মসূচী নিয়ে মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্যে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুয়ারে সরকার শিবির থেকে প্রাপ্ত পরিষেবার সংখ্যা বেড়ে হল ৩৩। উল্লেখ্য আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল রাজ্য জুড়ে ফের এক দফা দুয়ারে সরকার কর্মসূচি আয়োজন করার কথা ঘোষণা করা হয়েছে। সুষ্ঠুভাবে এই কর্মসূচির আয়োজনের জন্য মুখ্য সচিব আজ জেলা গুলোকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন। এবার যেহেতু অন্যান্য বারের তুলনায় কম সময় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করতে হবে তাই এর প্রচার আরো ব্যাপকভাবে করার জন্য তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে, প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

পাশাপাশি যে সমস্ত জায়গায় মানুষ সরকারি প্রকল্প ও পরিষেবার ওপরে বেশি করে নির্ভরশীল সে সমস্ত জায়গাতে অগ্রাধিকারের ভিত্তিতে শিবির আয়োজন করতে বলা হয়েছে। দুয়ারে সরকার কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থ সচিব মনোজপন্থের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। দুয়ারে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন দপ্তরের সচিব ও আধিকারিকেরা ওই টাস্ক ফোর্সে থাকছেন। ইতিমধ্যে রাজ্য সরকারের এই কর্মসূচি বিপুল সাড়া ফেলেছে। এমনকী জাতীয় মঞ্চেও পুরস্কৃত হয়েছে এই কর্মসূচি। চলতি বছরের ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই প্রকল্পের জন্য রাজ্য সরকারকে পুরস্কৃত করেন। ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ‘ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এর অধীনে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প।