হাওড়া, ১৯ মার্চ:- হাওড়ার জগৎবল্লভপুরে লরির ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। এরপর উত্তেজিত জনতা ঘাতক লরির চালককে হাতেনাতে ধরে মারধর করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটে শনিবার রাতে জগৎবল্লভপুরের পাতিহাল এলাকায়। ঘাতক লরির চালককে দড়ি দিয়ে বেঁধে স্থানীয়রা মারধর বলে জানা গেছে। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে লরি চালককে। উদ্ধার করা হয় মৃতদেহ। এদিন লরিটি ধাক্কা মারে বাইকটিকে।
বেপরোয়া গতিতে চলছিল লরি এমনই অভিযোগ স্থানীয়দের। মৃতের নাম প্রতীক মন্ডল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে শুক্রবার হাওড়ায় পরপর তিনটি দুঘটনায় ৩ জনের মৃত্যু হয়। আহত হন ৫ জন।এরপর ফের শনিবার রাতেও লরি দুর্ঘটনা ঘটে। এদিকে, শনিবার রাতের দুর্ঘটনা প্রসঙ্গে ঘাতক লরি চালকের দাবি তিনি দেখতে পাননি। বাইকটি লরির পিছনের চাকায় পড়ে যায়। তাঁকে জনতার মারধরের বিষয়টিও তিনি মিডিয়ার সামনে অস্বীকার করেন।