এই মুহূর্তে কলকাতা

বস্ত্র শিল্পের সর্বভারতীয় প্রকল্পে বঞ্চিত বাংলা।

কলকাতা, ১৯ মার্চ:- এবার বস্ত্র শিল্পের সর্বভারতীয় প্রকল্পে বঞ্চিত বাংলা। ১০০ দিনের কাজের প্রকল্প, আবাস যোজনা, মিড ডে মিলের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির ক্ষেত্রে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার পর এবার বাংলাকে বঞ্চনা করার নতুন রেকর্ড কেন্দ্রের মোদি সরকারের। দীর্ঘদিন ধরেই বাংলা দেশের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রথম। তাই দাবি ছিল বস্ত্রশিল্পে যেন বাংলাকে সাহায্য করা হয়। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক দেশের যে ৭টি রাজ্যকে কেন্দ্রের মেগা টেক্সটাইল ক্লাস্টার প্রকল্পের জন্য বাছাই করেছে সেখানে জায়গা দেওয়া হয়নি বাংলাকে। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে দেশের ৭টি রাজ্যে মেগা টেক্সটাইল ক্লাস্টার প্রজেক্ট গড়ে তোলা হবে। এক একটি রাজ্যে ১টি করে মেগা টেক্সটাইল ক্লাস্টার প্রজেক্ট গড়ে তুলতে খরচ হবে ১০ হাজার কোটি টাকা করে, সব মিলিয়ে এই প্রকল্পে সর্বমোট বিনিয়োগ হবে ৭০ হাজার কোটি টাকা। প্রকল্পগুলি গড়ে উঠলে সেখানে মোট ২১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। ২০১৯ সালে দেশের টেক্সটাইল সংক্রান্ত একটি রিপোর্টে মোদি সরকার বাংলার বস্ত্রশিল্পের সাফল্য ও সম্ভাবনার কথা প্রকাশ করেছিল।

স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল যে, মোদি সরকারের মেগা টেক্সটাইল ক্লাস্টার প্রজেক্ট-এ ঠাঁই পাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। রাজনীতির ময়দানে বিজেপির সঙ্গে তাঁর দলের যে বিরোধ রয়েছে তা এক্ষেত্রে ছাপ ফেলবে না। কিন্তু শুক্রবার দেখা গেল কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রক যে সাত রাজ্যকে এই প্রকল্পের জন্য বাছাই করেছে, সেখানে বাংলা নেই। ওই ৭টি সাতটি রাজ্যের মধ্যে ৫টিতেই আবার রয়েছে বিজেপি সরকার। একটিতে বিজেপি বিরোধী আঞ্চলিক সরকার এবং অপরটিতে ইউপিএ সরকার চলছে। রাজ্য গুলি হল কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত ও মহারাষ্ট্র, যেখানে বিজেপির সরকার চলছে। আছে বিআরএস শাসিত তেলেঙ্গানা যেখানে বিধানসভা নির্বাচন আসন্ন। এছাড়া আছে তামিলনাড়ু, যেখানে ইউপিএ সরকার চলছে। কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার কার্যত ইচ্ছাকৃত ভাবে বাংলাকে বঞ্চিত করে দেশের সব থেকে বড় মেগা টেক্সটাইল ক্লাস্টার প্রজেক্ট গড়ে তুলছে। স্বাভাবিক ভাবেই এই বঞ্চনার জেরে এখন প্রশ্ন হচ্ছে, বাংলাকে প্রতিপদে পদে বঞ্চিত করে আখেরে কোনও লাভ কী আদৌ হবে মোদি সরকারের বা বিজেপির?