কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- পৃথক গোর্খাল্যান্ড নয় জিটিএর মাধ্যমে পাহাড়ের উন্নয়নই এখন তার প্রধান লক্ষ্য বলে গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের প্রধান অনিত থাপা জানিয়েছেন। রাজ্য বিধানসভা ভবনে আজ জিটিএ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে মুখ্যমনন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেন। পরে অনিত থাপা সাংবাদিকদের বলেন, জিটিএ-র হাতে বিভিন্ন দফতর হস্তান্তর, পাহাড়ে পঞ্চায়েত ভোট, জিটিএ এলাকার জন্য আলাদা শিক্ষক নিয়োগ কমিশন গঠন, পৃথক আইসিডিএস নীতি তৈরির মতো বকেয়া ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
বিষয়গুলির দ্রুত নিষ্পত্তির ব্যপারে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। তবে পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি বলে অনিত থাপা দাবি করেছেন। পাহাড়ে বিমল গুরুং, বিনয় তামাং এবং অজয় এডওয়ার্ডসের দল ফের জোট বেঁধে গোর্খাল্যান্ডের দাবিতে সরব হওয়ায় তাদেরকেও জিটিএ প্রধান কটাক্ষ করেন। তিনি বলেন পাহাড়ের মানুষের প্রধান দাবি এখন উন্নয়ন। তাছাড়া গোর্খাল্যান্ড দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই। তাই যারা গোর্খাল্যান্ডের দাবি তুলছেন তাদের উচিত কেন্দ্রীয় সরকারের কাছে এনিয়ে দরবার করা।