প্রদীপ বসু, ২৫ জানুয়ারি:- ইন্টারন্যাশনাল ক্যারাটে ডু চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়ার হয়ে অংশ নিয়ে কাতারে প্রথম ও ফাইটে দ্বিতীয় স্থান দখল করল চন্দননগরের বাসিন্দা দেবাশীষ পাল ও নুপুরের পুত্র ১১ বছরের দেবব্রত। দেবব্রত খলিসানি বিদ্যামন্দিরের ষষ্ঠ শ্রেণির ছাত্র। প্রশিক্ষক দেবশ্রী দে পালের কাছে ছোটো বেলা থেকে খলিসানিতে প্রশিক্ষণ নিয়ে আসছে ক্ষুদে দেবব্রত।হাওড়া জেলার দাস নগর এলামোহন মাঠে এই প্রতিযোগিতায় বাংলাদেশ, নেপাল, ভূটান,শ্রীলঙ্কা ইত্যাদি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করলেও সেরার জয় ছিনিয়ে সোনা রূপোর মেডেল ঘরে নিয়ে এল চন্দননগর ৩০ নং ওয়ার্ড এর দেবব্রত।
লাজুক এই কৃতি ক্যারাটে খেলোয়াড় এক সাক্ষাৎকারে জানায় বড় হয়ে সে ডাক্তার হতে চায়।এই সাফল্যে সে খুশি।ভবিষ্যতে বিদেশে ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহি দেবব্রত।বাবা দেবাশীষ পাল মা নুপূর ছেলের প্রতিভায় আপ্লুত হয়ে পড়ল।ছেলের ভবিষ্যতের পরিকল্পনায় তাদের সহমত রয়েছে বলে জানায়।এই ছোটো ছেলেটির প্রশংসায় পঞ্চমুখ চন্দননগর বাসি।