হাওড়া, ২৩ জানুয়ারি:- সোমবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে হাওড়ার শলপ নেতাজি সংঘের উদ্যোগে রোড রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডোমজুড় থানার সামনে থেকে বিধায়ক কল্যাণ ঘোষ ও থানার আইসি শুভজিত মজুমদার পতাকা নাড়িয়ে প্রতিযোগিতার শুভ সৃচনা করেন।
অংশগ্রহণকারী প্রতিযোগিরা ডোমজুড় থেকে প্রায় ছয় কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে শলপে পৌঁছান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন।