হাওড়া, ২৭ ডিসেম্বর:- নির্মাণ কাজ চলাকালীন প্রায় ৪০ ফুট উঁচু রিজার্ভার ভেঙে নিচে পড়ে গেলেন নির্মাণ কর্মীরা। হাওড়ার জগাছা থানা এলাকার আড়ুপাড়ার ঘটনা। গুরুতর জখম ৫ জনকে আনা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গেছে, আড়ুপাড়ায় ওই রিজার্ভার (জলের ট্যাঙ্ক) মেরামতির সময় প্রায় ৪০ ফুট উঁচু থেকে নির্মীয়মান ঢালাই ভেঙে নীচে পড়ে যান বেশ কয়েকজন নির্মাণ কর্মী।
তাঁদের মধ্যে ৫ জনকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতেরা হলেন শুভজিৎ মুখার্জী, মোতিলাল শর্মা, দ্বীপদ বাউরি, গোপাল ইম্রাম ও শ্রীনাথ কিশকু। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। আসেন নির্মাণ সংস্থার আধিকারিকরা। কাজ চলাকালীন নির্মাণ কর্মীদের সেফটি সিকিউরিটি ছিল বলে দাবি করা হয়েছে।