এই মুহূর্তে কলকাতা

বিধানসভার পুষ্প প্রদর্শনীতে সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস।


কলকাতা, ২৩ ডিসেম্বর:- রাজ্যপাল হিসাবে বিধানসভা ভবনে এসে খুশি সিভি আনন্দ বোস। সস্ত্রীক রাজ্যপাল এদিন আসেন বিধানসভা ভবনে। বিধানসভায় ফ্লাওয়ার শো’তে আসেন সস্ত্রীক রাজ্যপাল। সেখানেই প্রারম্ভিক ভাষণে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় তাকে বিধানসভা ভবন, বিধানসভার নয়া বিল্ডিং ঘুরে দেখতে বলেন। এদিন রাজ্যপাল তার ভাষণে জানিয়েছেন, “এখানে সবচেয়ে সুন্দর ফুল হল উপস্থিত সিনিয়র সিটিজেনরা। প্রেস্টিজিয়াস এই ফ্লাওয়ার শো’তে আসতে পেরে আমার ভালো লাগছে।” ভগবান কৃষ্ণের মতো ভারসাম্য বজায়ের কথা বলেছেন তিনি।

সত্যভামা আর রুক্মিণির কথা উঠে এসেছে তার ভাষণে। তিনি জানিয়েছেন, “শাসক ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখার কাজ অধ্যক্ষকে করতে হয়। গণতন্ত্রের শক্তিই হল শাসক-বিরোধী সমন্বয়।” এর পাশাপাশি তার কথায় উঠে এসেছে, বিধানসভায় শাসক-বিরোধী দু’পক্ষই নানা কথা বলবে। তিনি উল্লেখ করেছেন, “বিধানসভায় বৈচিত্র‍্য থাকবে। বিভিন্ন মত থাকবে। স্পীকারের কাজ বিধানসভায় এই বৈপরীত্য ও মতকে সুষ্ঠ ভাবে বিকশিত হতে দেওয়া।” অধ্যক্ষ ও রাজ্যপালকে একসাথেই চলতে হবে, মনে করিয়ে দিলেন তিনি।