হাওড়া, ২২ ডিসেম্বর:- “দেখতে গোলগাল, নাদুসনুদুস। মেরুদণ্ড নেই”। এমন ব্যক্তির সন্ধান চাই। বালিতে নাম না করে শুভেন্দু’র নিরুদ্দেশ ব্যানার তৃণমূলের। সেখানে নাম না করে শুভেন্দু অধিকারীর কার্টুন ছবি দিয়ে নিরুদ্দেশ ব্যানার লাগানো হয়েছে বিভিন্ন এলাকায়। বালিখাল, নিমতলা, বেলুড় বাজার সহ বালি এবং বেলুড় অঞ্চলের বিভিন্ন জায়গায় এই ব্যানার দেখতে পাওয়া গেছে।
যেখানে ব্যানারের বাঁদিকে শুভেন্দু অধিকারীর কার্টুন চিত্র আর ডানদিকে নিরুদ্দেশ সংক্রান্ত ঘোষণা উল্লেখ করা হয়েছে। শুভেন্দু সম্বন্ধে নানা তির্যক মন্তব্য করা হয়েছে সেখানে। নিচে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল উল্লেখ করা আছে। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত ও পুরভোটের আগে ওই ব্যানার ঘিরে রাজনৈতিক মহলে চর্চা চলছে।