এই মুহূর্তে কলকাতা

সব ঠিক থাকলে বছর শেষে ফের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২১ ডিসেম্বর:- সব ঠিক থাকলে বছর শেষে ফের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ ডিসেম্বর ‘ন্যাশনাল গঙ্গা কাউন্সিল’ বা জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। তিনি জাতীয় গঙ্গা পরিষদের সভাপতি। পরিষদের সদস্য-রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সেই বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।গঙ্গা পরিষদে সদস্য কেন্দ্রের প্রায় ১০টি মন্ত্রক। রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও আছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড। সব ঠিক থাকলে ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীও থাকতে পারেন বৈঠকে। এছাড়াও নৌসেনার একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর একই মঞ্চে থাকার কথা। বুধবার সেকথা নিজেই জানিয়েছেন তিনি। এদিন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী উপস্থিত নৌসেনার আধিকারিককে উদ্দেশ্য করে বলেন, ‘৩০ তারিখ তো প্রধানমন্ত্রী আসছেন।

আপনাদের ওখানে অনুষ্ঠান আছে তো ?’ তার উত্তরে ওই আধিকারিক জানান, নৌসেনার পূর্বাঞ্চলীয় সদর আইএনএস নেতাজি সুভাষে ওই অনুষ্ঠান হবে। তখনই মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘আসলে আমাকেও জানানো হয়েছে সেই অনুষ্ঠান নিয়ে। আমি জানি বিষয়টা। সেজন্য জিজ্ঞেস করছি। সেদিন আমিও থাকব ওই অনুষ্ঠানে। আপনারা এটা নিশ্চিত করে নিতে পারেন।’ অনেক প্রশাসনিক ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বন্ধ টাকা উদ্ধারে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মমতা। তার পর থেকে একশো দিনের কাজ প্রকল্প ছাড়া বাকি প্রায় সব প্রকল্পে বরাদ্দ ছাড়তে শুরু করে কেন্দ্র। জি২০ সম্মেলনের প্রস্তুতির ব্যাপারে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকেও উপস্থিত ছিলেন মমতা। তবে সে-বার তাঁদের মধ্যে আলাদা বৈঠক হয়নি।পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বকেয়ার প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। পরে তাঁর সঙ্গে মমতার একান্ত বৈঠক নজর কাড়ে। প্রধানমন্ত্রীর আসন্ন সফরে মমতার সঙ্গে আবার কথা হতে পারে মত প্রশাসনিক মহলের।