এই মুহূর্তে কলকাতা

চলতি মাসভর ধরে চলবে দুয়ারে সরকার কর্মসূচি।

কলকাতা, ২ ডিসেম্বর:- চলতি মাসভর চলবে দুয়ারে সরকার কর্মসূচি। ক্আরমসূচির মেয়াদ আরও ২৫ দিন বাড়ানোর কথা ঘোষণা করেছে নবান্ন। শুক্রবার, নবান্নে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে বিজ্ঞপ্তি জারি করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দিন দুয়েক আগে মুখ্যসচিবের তরফে বিজ্ঞপ্তি জারি করে ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকার পরিবেষার মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। শুক্রবার নবান্নের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব। ভিডিও কনফান্সরেন্সের মাধ্যমে যোগ দেন বিভিন্ন জেলার জেলাশাসক-সহ অন্যান্য আধিকারিকরা।

এরপরেই জানানো হয়, সারা ডিসেম্বর মাসেই এই কর্মসূচি চালু থাকবে। বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে যাবে সাধারণ মানুষের দরজায়। পঞ্চম দফা দুয়ারে সরকারে জমির পাট্টার জন্য আবেদন, বিদ্যুতের বিল মেটানো-সহ আরও কিছু ব্যবস্থা রয়েছে। এ বছরের শেষ দিন পর্যন্ত এই পরিষেবা পাবেন বাংলার মানুষ। তবে সব আবেদনপত্রের নিষ্পত্তির শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। সেই সময়সীমাও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।