হুগলি, ২৯ নভেম্বর:- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তিন দিনব্যাপী রাজ্য সম্মেলনে এসে মঙ্গলবার বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বৃন্দা কারাত। গুজরাটে বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডে ধর্ষণকারীদের মুক্তি দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করে নেত্রী বলেন অমিত শাহ বলায় গুজরাট সরকার গণধর্ষণকারীদের মুক্তি দিয়েছে। ধর্ম ও সাম্প্রদায়িকতার নামে চশমা পরাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তুমি যদি বিজেপি কর, আমাদের দলের হয়ে স্লোগান দাও- তবে যত অপরাধ করা হোক না কেন তোমাকে জেলের ফাটক ভেঙে বের করে নিয়ে আসা হবে। এভাবেই বিজেপি সরকারের উপর ক্ষোভ উগরে দেন বৃন্দা কারাত। অন্যদিকে নতুন বছরে পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে বৃন্দা কারাত বলেন এবারের পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসনে তাদের মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেভাবে গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে তা আগামী দিনে মহিলারা বরদাস্ত করবে না। টেট দুর্নীতি প্রসঙ্গে বলতে গিয়ে নেত্রী কটাক্ষের সুরে বলেন পশ্চিমবাংলা দুর্নীতির রাজধানী হয়ে গিয়েছে।
তবে পশ্চিমবঙ্গ ও কেরালার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে- সে প্রসঙ্গে বলেন বামেরা কোনরকম সমঝোতা না করে বিজেপি ও আর.এস এস – এর বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখানে বলছেন রাজ্যপাল খারাপ। আর দিল্লিতে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের সময় অনুপস্থিত থেকে তিনি বিজেপি ও আরএসএসকে সমর্থন করছেন। তাই যে সকল গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আগামী দিনে তাদের মহিলারা লড়াই করবেন। এদিনের এই তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে বৃন্দা কারাত ছাড়াও উপস্থিত ছিলেন মালিনী ভট্টাচার্য, মারিয়ম ভাওয়ালে, কনীনিকা ঘোষ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্যরা।