এই মুহূর্তে জেলা

ঘড়িবাড়ি মাঠ বাঁচাতে গণ অবস্থানে উত্তরপাড়াবাসী।

হুগলি, ২৭ নভেম্বর:- ঘড়িবাড়ি মাঠ বাঁচাতে এবার গণ অবস্থানে সামিল হলেন উত্তরপাড়াবাসী। ঘড়িবাড়ি মাঠ স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার উত্তরপাড়ার মাঠ বাঁচাতে আন্দোলনকারীদের সঙ্গে শাসক বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এই গণ অবস্থানে যোগ দিলেন। রবিবার সকাল থেকেই ঘড়িবাড়ি মাঠের সামনে মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হন উত্তরপাড়ার মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৩ সাল থেকে ঘড়িবাড়ি মাঠকে বাঁচানোর জন্য আন্দোলন করে আসছেন উত্তরপাড়ার নাগরিকরা। ঘড়িবাড়ি স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয় ২০১৫-য় ঘড়িবাড়ি খেলার মাঠকে জনস্বার্থে রাজ্য সরকার অধিগ্রহণ করুক এই মর্মে উত্তরপাড়া কোতরং পৌরসভার পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানানো হয়। কিন্তু হঠাৎই জমির মালিকানা হস্তান্তরের পর পৌরসভা মিউটেশন দেওয়ার প্রক্রিয়া শুরু করাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়।

অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীরণ বন্দোপাধ্যায়ের অভিযোগ পুরসভা তাকে সমস্যার সুরাহার জন্য বারংবার চিঠি দিয়ে ডেকেছে অথচ তিনি কোন হিয়ারিংয়ে উপস্থিত থাকেননি বলে পুরসভা দাবি করছে। পুরসভার এই দাবি সম্পূর্ণ মিথ্যে বলে জানান তিনি। পাল্টা পুরসভাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সমীরণ বাবু বলেন পুরসভা যদি উপযুক্ত তথ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারে তাকে চিঠি দিয়ে হিয়ারিংয়ে ডাকা হয়েছে তাহলে তিনি এই আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। বিজেপির প্রণব চক্রবর্তীর অভিযোগ সংখ্যাধিক্যের জোরে শাসক দল প্রোমোটারের সঙ্গে আঁতাত করে বিতর্কিত জমির মিউটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ যারা জমিটা কিনেছেন তারা কোথা থেকে এই জমি পেয়েছেন তা বারংবার জানতে চেয়েও তা প্রকাশ্যে আনা হয় নি। এই বিষয়ে উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন কারুর যদি মনে হয় কোথাও বেআইনি কোন কিছু হয়েছে তবে আপনারা ওপেন ফোরামে এসে আলোচনা করুন। তবে সবুজ বাঁচাতে অঙ্গীকারবদ্ধ উত্তরপাড়াবাসী জানান আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।