হাওড়া, ২৬ নভেম্বর:- বালিতে তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের সমাবেশে যোগ দিতে আসার পথে একদল কর্মী দলের অপর গোষ্ঠীর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী আহত হয় বলে জানা গেছে।
আহতদের নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। অভিযোগ, উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস ট্রেড ইউনিয়নের জনৈক নেতা অনুগামীদের এনে দলেরই আরেক গোষ্ঠীর উপর হামলা চালায়। যদিও অপর পক্ষ অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।