এই মুহূর্তে কলকাতা

শাসক ও বিরোধীদের বাদানুবাদে উত্তপ্ত বিধানসভা।


কলকাতা, ২৩ নভেম্বর:- বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় বিরোধী বেঞ্চ থেকে উড়ে আসা বিভিন্ন টিকা টিপ্পনি ও তা নিয়ে সরকার পক্ষের সঙ্গে বিরোধীদের বাদানুবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সদস্যরা তৃণমূল কংগ্রেসের সবাই চোর বলে স্লোগান দেওয়ায় সরকারপক্ষের বিধায়করা তীব্র প্রতিবাদ জানান। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের একাধিক মন্ত্রী সবার তৃতীয়ার্ধে এই আচরণের নিন্দা করে বিবৃতি দেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে ভবিষ্যতে এ ধরনের আচরণ করার ব্যাপারে সতর্ক করে দেন। তিনি বলেন বিধানসভা কক্ষে উত্তেজনা হওয়া স্বাভাবিক।তবে কোনও আচরণ বা মন্তব্যের সীমানা লঙ্ঘন করা উচিত নয়।আজ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় বিরোধী বেঞ্চ থেকে যে মন্তব্য ভেসে এসেছে তা যথেষ্ট অসম্মানজনক বলে অধ্যক্ষ মন্তব্য করেন।

বলেন, বিরোধীদের এই ধরনের আচরণে তিনি বিস্মিত। এর আগে শোভন দেব চট্টোপাধ্যায়,ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখরাও বিরোধীদের আচরণের তীব্র নিন্দা করে বিবৃতি দেন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন পরিষদীয় রাজনীতিতে তার দীর্ঘ অভিজ্ঞতায় তিনি বিরোধীদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যক্ষ করেননি। ফিরহাদ হাকিম বলেন তৃণমূল কংগ্রেসের সবাই চোর বলে মন্তব্য করা সামগ্রিকভাবে দলের সদস্য এবং সমর্থকদের অপমান। বিরোধীদের এই আচরণ বিধানসভার গরিমা নষ্ট করছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন বিজেপি সদস্যদের আচরণ মহিলা বিধায়কদের বিশেষভাবে অসম্মানিত করেছে। দোষী বিরোধী বিধায়কদের কঠোর শাস্তির তিনি দাবী জানিয়েছেন।