সুদীপ দাস, ২০ নভেম্বর:- ২০ দিনের লড়াই রবিবার শেষ হল। ফিনিক্স হয়ে আর ফিরতে পারলেন না ঐন্দ্রিলা। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছিল তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিলেন। তবে শেষ ১২ ঘন্টায় একাধিক হার্ট অ্যাটাকের ছোবলকে সামলে উঠতে পারলেন না ছাব্বিশ বছর বয়সী প্রতিশ্রুতিবান এই অভিনেত্রী।
সম্প্রতি মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার পর পরিবার ও অনুরাগীদের মনে আশা জন্মাচ্ছিল, আবার লড়াই জিতে আবার চেতনা ফিরবে তাঁর। কিন্তু তারপরই আবার হার্ট অ্যাটাক। একবার নয়, বারবার। হাজার চেষ্টা করেও কোমা থেকে আর কোনওভাবেই ফেরানো গেল না তাঁকে। না ফেরার দেশে চলে গেলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। ঐন্দ্রিলার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরাও। তাঁর আত্মার শান্তি কামনা সহ পোস্টে এখন নেট দুনিয়া ভাসছে চোখের জলে।