এই মুহূর্তে জেলা

সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য যানজট এড়াতে হাওড়া-আমতা রোডে বসানো হলো টেম্পোরারি গার্ডরেল।


হাওড়া, ১৯ নভেম্বর:- সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য যানজট এড়াতে হাওড়া-আমতা রোডে শনিবার সকালে বসানো হলো টেম্পোরারি গার্ডরেল।সাঁতরাগাছি রেল ওভারব্রিজের মেরামতের কাজ শুরু হওয়ায় শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক ডাইভারশন করা হয়েছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে। যানজট যাতে না ছড়ায় তারজন্য একাধিক ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এদিন দাসনগর থানার উদ্যোগে সকালে অস্থায়ী গার্ডরেল বসিয়ে রাস্তার আপ ও ডাউন লেন যাত্রীদের সুবিধার্থে ভাগ করে দেওয়া হয়। এরফলে একটি লেন দিয়ে গাড়ি হাওড়ার দিকে আসবে।

আর অন্য লেন দিয়ে গাড়ি হাওড়ার দিক থেকে দাসনগর হয়ে বাঁকড়া বা সলপ অভিমুখে যাবে। সাঁতরাগাছি ব্রিজে শুক্রবার মধ্যরাত থেকে মেরামতির কাজ শুরু হয়েছে। দেড় মাস ধরে চলবে এই কাজ। কাজ চলার জন্য এই ব্রিজ সাময়িক বন্ধ হওয়া মানে হাওড়া-আমতা রোডের উপর যানবাহনের চাপ বাড়বে। শনিবার সকাল থেকেই হাওড়ার দাসনগর থানা যান নিয়ন্ত্রণের জন‍্য প্রস্ততি শুরু করে দিয়েছে। হাওড়া-আমতা রোডে রাস্তার মাঝখানে গার্ডরেল দিয়ে ব‍্যারিকেড বসিয়ে আপ ডাউন রাস্তা করে দেওয়া হয়েছে যাতে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা যায়।