সুদীপ দাস, ১৭ নভেম্বর:- সাবওয়ের টিনের শেড ভেঙে পড়ে বিপত্তি। বন্ধ শ্রীরামপুরের ভূগর্ভস্থ পথ। ঘটনায় ব্যাপক উত্তেজনা শ্রীরামপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। দীর্ঘদিন ধরেই হাওড়া-বর্ধমান মেন লাইনের শ্রীরামপুর ষ্টেশনের নীচের ভূগর্ভস্থ পথের বেহাল দশা। বর্ষাকালীন জল জমা তো রয়েইছে। পাশাপাশি সাবওয়ের দেওয়াল ও ছাদের অবস্থা অত্যন্ত খারাপ।
বৃহস্পতিবার রাতে সাবওয়ের সেই ছাদের টিনের শেড ভেঙে পড়ল। ঘটনায় কেউ হতাহত না হলেও ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। তড়িঘড়ি রেল কর্তৃপক্ষ বাঁশের ব্যারিকেড ফেলে সাবওয়ের প্রবেশ পথ বন্ধ করে দেয়। সাবওয়ের একটা দিক বন্ধ হয়ে যাওয়ায় যথেষ্ট যানজট দেখা দিয়েছে এলাকায়। সাধারণ মানুষ চায় অবিলম্বে সাবওয়ে সংস্কারের ব্যবস্থা করুক রেল।