এই মুহূর্তে জেলা

হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১।

হাওড়া, ১৬ নভেম্বর:- হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১। আরপিএফ এর হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। উদ্ধার হয় নগদ প্রায় ১১ লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার জিনিস যার বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। আরপিএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিপিডিএস এর টিম হাওড়া স্টেশনে নজরদারি চালানোর সময় এক ব্যক্তিকে ৮ নম্বর প্লাটফর্মের শেষের দিকে সন্দেহজনক অবস্থা দেখতে পান।

তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে জানা যায় তার নাম ভিকি কুমার। ঝাড়খণ্ডের গিরিডির বাসিন্দা। এরপরেই তার সঙ্গে থাকা ব্যাগ খুলে দেখাতে বলা হয়। ব্যাগ খুলতেই বিপুল পরিমাণে নগদ টাকা ও বেশ কিছু সোনার তৈরি জিনিস পাওয়া যায়। তৎক্ষণাৎ সেই ব্যক্তিকে যাবতীয় জিনিসের বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কোনওরকম বৈধ কাগজপত্র না দেখাতে পারায় রাজ্য আয়কর কর্তৃপক্ষ কলকাতার আধিকারিকদের খবর দেওয়া হয়। এবং তাদের হাতে নগদ অর্থ ও জিনিসপত্র সহ ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়।