হাওড়া, ১২ নভেম্বর:- হাওড়ায় সাঁতরাগাছি রেল ইয়ার্ডে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক রেলকর্মীর। রেল ইয়ার্ডে কাজ করার সময় শনিবার ওই ঘটনা ঘটে। লাইনে কাজ করার সময় পিষ্ট হন তিনি। মৃত রেলকর্মীর নাম আফরাহিন খান। তিনি বিহারের বাসিন্দা। রেলের সিনিয়র টেকনিসিয়ানের পোস্টে কাজ করতেন তিনি। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত সাঁতরাগাছি হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ।
১২ নম্বর রেলগেটের কাছে ওই সময় আফরাহিন রেল ইয়ার্ডে কাজ করছিলেন। সেই সময়ই রেলের চাকা হঠাৎই গড়িয়ে যায়। অসাবধানতাবশত পা স্লিপ করে তিনি রেল লাইনে পড়ে যান। ঠিক তখনই ওই রেলের চাকা দেহের ডানদিকের ওপরের কোমর পর্যন্ত অংশ পিষে দিয়ে যায়। রেলের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক জখম হন তিনি। তাঁকে দ্রুত সাঁতরাগাছি হেলথ ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। এরপর তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে।