এই মুহূর্তে কলকাতা

রাজ্যে প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা।

কলকাতা, ৯ নভেম্বর:- সারা দেশের সঙ্গে এরাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই তালিকা প্রকাশিত হয়।রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ উপলক্ষ্যে বুধবার সকালে টালিগঞ্জ থানার সামনে থেকে দক্ষিণ কলকাতার উইমেন্স ক্রিশ্চান কলেজ পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্যান্য আধিকারিক র এই পদযাত্রায় অংশ নেন। পরে ওই কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার দের হতে খসড়া ভোটার তালিকা তুলে দেন। তালিকা অনুযায়ী, রাজ্যে আগের বছরের চেয়ে ভোটার সংখ্যা কমেছে। আগের তালিকা থেকে ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জনের নাম বাদ গিয়েছে। নতুন ভোটার হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ২ লক্ষ ৬৬ হাজার ৮৫৭ জন। ফলে রাজ্যের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জনে। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পাশাপাশি এদিন থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে।

আগামী বছরের ৫ জানুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, মোট ভোটার ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জন। পশ্চিমবঙ্গে পুরুষ ভোটারের নিরিখে মহিলা ভোটারের হারও যথেষ্ট ভাল। রাজ্যে যেখানে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৮ লক্ষ ২ হাজার ৭৩১ জন, সেখানে মহিলা ভোটার ৩ কোটি ৬৪ লক্ষ ৮৩ হাজার ৮৮৩ জন। গতবার ভোটার তালিকায় ছিলেন এমন ২ লক্ষ ৭৯ হাজার ৪৩৪ জনের নাম বাদ পড়েছে। সার্ভিস ভোটারের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৭৯৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১, ৬১৯ জন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন থেকেই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে। আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধনীর কাজ। নভেম্বর-ডিসেম্বর মাসজুড়ে শনি ও রবিবার মোট ৮টি বিশেষ ক্যাম্প হবে বলে জানানো হয়েছে। সংশোধন ও পরিমার্জনের ভিত্তিতে আগামী বছরের ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।