এই মুহূর্তে কলকাতা

রাজ্যের সব জেলা হাসপাতালেই চালু হচ্ছে মা ক্যান্টিন।

কলকাতা, ৭ নভেম্বর:- কলকাতার পর এবার রাজ্যের সব জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে মা ক্যান্টিন চালু করা হবে। চলতি নভেম্বর মাসের মধ্যে এধরণের ৩৩ টি নতুন মা ক্যান্টিন খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতায় বর্তমানে এসএসকেএম হাসপাতাল সহ বিভিন্ন সরকারি হাসপাতাল চত্বর ও গুরুত্বপূর্ন এলাকায় ১৩৮ টি মা ক্যান্টিন রয়েছে। এছাড়া রাজ্যের ৩৪ টি পুরসভা এলাকায় আরও ১৪৮ টি মা ক্যান্টিন রয়েছে। মানুষের কাছ থেকে বিপুল সাড়া মেলায় এই ক্যান্টিনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় আড়াই কোটি মানুষ দুপুরে ৫ টাকায় ডাল, সবজি, ডিম, ভাত পান এই ক্যান্টিন থেকে। পুর ও নগরোন্নয়ন দফতর এই ক্যান্টিন গুলি পরিচালনা করে। ৯৫ শতাংশ মা ক্যান্টিন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে ওই দফতর সূত্রে জানা গেছে।

আগামী দিনে আরও বেশি সংখ্যক মহিলাকে এই কাজে যুক্ত করা হবে। লকডাউনের মতো কঠিন সময়ে কলকাতা সহ জেলায় জেলায় দুঃস্থ মানুষের মুখে খাবার তুলে দিয়েছে ‘মা’ ক্যান্টিন। ৫ টাকায় ডাল, সবজি, ডিম, ভাত মানুষের মুখে তুলে দিচ্ছে এই ‘মা’ ক্যান্টিন। কুপন সংগ্রহ করে নির্দিষ্ট সময়ে দেওয়া হচ্ছে খাবার। যাতে করে স্থানীয় মানুষজন ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন। সরকারের এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছেন তাঁরা। প্রতিটি জেলার স্থানীয় তৃণমূল নেতৃত্বও মানুষের পাশে থাকতে মা ক্যান্টিন চালু করতে উদ্যোগী হচ্ছেন। তৃণমূল নেতৃত্ব মনে করছে, প্রতিটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া শাসক দল হিসেবে তাদের দায়িত্বের মধ্যে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত মা ক্যান্টিন প্রকল্প যে এক প্রকার সফল, তা তৃণমূল নেতৃত্বের প্রকল্প নিয়ে উদ্যোগী মনোভাব এবং সাধারণ মানুষের সন্তুষ্টিই বুঝিয়ে দিচ্ছে।