এই মুহূর্তে কলকাতা

জন্মদিনে যুবরাজকে দেখতে সকাল থেকেই কালীঘাটের বাড়িতে অনুগামীদের ভিড়।


কলকাতা, ৭ নভেম্বর:- জন্মদিনে সকাল থেকেই কালীঘাটের বাড়ির বাইরে অনুগামীদের ভিড়। তাঁদের প্রিয় যুবরাজ দাদাকে একবার দেখার। দেখা পেলে একবার চোখের দেখা, হাত মেলানো কিংবা একটা সেলফির আবদার। গত কয়েকর বছর ধরে ৭ নভেম্বর কালীঘাটে একই ছবি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ব্যানার-প্ল্যাকার্ড-কেক হাতে তাঁর বাড়ির সামনে জড়ো হয়েছেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের নিরাশ করেননি আজ অভিষেকও। সোমবার বিকেলে কালো টিশার্ট আর ট্রাউজার পরে বাড়ির বাইরে এসে অনুগামীদের সঙ্গে দেখা করেন। কেক নিয়ে হাজির ছিলেন অনুগামীরা। তাঁদের আবদার মিটিয়ে একের পর এক কেক কেটেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। নিজের হাতে অনুগামীদের কেক খাইয়ে দিয়েছেন তিনি। অনুগামীদের সঙ্গে তুলেছেন সেলফিও। যে যা উপহার এনেছিলেন, সব উপহার সাদরে গ্রহণ করেছেন।

ফুলের তোরা, মিষ্টি, কেক, ছবি সব খুশি মনে নিয়েছেন। বাড়ির সামনে সাংসদের নিরাপত্তা বেষ্টনীর বাইরে ভিড় জমিয়েছিলেন তৃণমূলের ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। ছিলেন দলের বর্ষীয়ান সদস্যরাও। সকলের সঙ্গেই হাত মেলান অভিষেক। কোনও রাজনীতিকের জন্মদিন ঘিরে বাংলায় এধরনের উচ্ছ্বাস আগে চোখে পড়েনি কখনো। তবে গত দু’বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে এমনই উৎসাহ চোখে পড়েছে দলীয় নেতা-কর্মীদের মধ্যে। শুধু সোস্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো নয়, কেক-উপহার-ব্যানার-প্ল্যাকার্ড-ফুলের তোরা নিয়ে তাঁর বাড়ির সামনে সকাল থেকেই জড়ো হচ্ছেন অনুগামীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তাঁর মঙ্গল কামনায় মন্দির-মসজিদ ও গির্জায় প্রার্থনা ও যজ্ঞ অনুষ্ঠিত হয়। অন্ন তুলে দেওয়া হয় শিয়ালদহে অনাথ শিশুদের মুখে। লালবাবা মাজারে চড়ানো হয় চাদর। শোভাবাজার লালমন্দিরে মঙ্গল কামনায় পুজোও হয়। সবমিলিয়ে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠান মাতলেন তৃণমূল নেতা-কর্মীরা।