কলকাতা, ৩ নভেম্বর:- পরিবেশ দূষণের নিরিখে কলকাতায় চলতি বছরের দীপাবলি সাম্প্রতিক কালের মধ্যে পরিচ্ছন্নতম বলে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে। উৎসবের মরশুমে নিজস্ব পরিকাঠামো ও আইআইটি দিল্লির গবেষকদের সহায়তায় রাজ্যের বিভিন্ন প্রান্তে শব্দ ও বায়ুদূষণের পরিমাণ বিশ্লেষণ করে এই তথ্য উঠে এসেছে। রাজ্যের পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া জনিয়েছেন, দীপাবলির সময় মুম্বই, দিল্লি, বেঙ্গালুরুর এবং চেন্নাইয়ের মত মেট্রো শহরে যেখানে বাতাসের মান পরিবেশ বিজ্ঞানের মাপকাঠিতে খারাপ এবং খুব খারাপ ছিল সেখানে কলকাতায় তা ভালই থেকেছে। তবে ঘূর্ণিঝড় সিত্রং এর প্রকোপও দূষণ নিয়ন্ত্রণে সহায়ক হয়েছে বলে তিনি জানান।শব্দ দূষণের নিরিখেও এবার কলকাতা তথা রাজ্যের অবস্থা অন্যান্য বারের তুলনায় ভালো ছিল। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যান রুদ্র জানান গোটা রাজ্যে দেড়শটি নজরদারি কেন্দ্র কুড়িটি ভ্রাম্যমান দল শব্দদূষণের মাত্রা খতিয়ে দেখে। পর্ষদের একটি সুসংহত কমান্ড সেন্টার থেকে গোটা রাজ্যের পরিস্থিতির ওপর নজর রাখা হয়।
দেখা গেছে কয়েকটি নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও এই শব্দ দূষণের মাত্রা লাগাম ছাড়ায়নি। দিনের বেলা তুলনায় রাতে শব্দের তীব্রতা কম ছিল বলে পর্ষদের প্রযুক্তিতে ধরা পড়েছে। এটি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও প্রশাসনের সাফল্য বলে তারা দাবি করেছেন। চলতি বছরে দীপাবলীর মরশুমে গোটা রাজ্যে মোট ১৪ হাজার ৮৯২ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে। এর মধ্যে কলকাতা থেকেই ৯৬০০ কেজির বেশি শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা রাজ্যে মোট ২৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতায় গ্রেপ্তার হয়েছেন ৯২ জন। পরিবেশ মন্ত্রী জানিয়েছেন এ বছরের সাফল্যকে সামনে রেখে আগামী বছর উৎসবের মরশুমকে সম্পূর্ন দূষণ হীন করতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দফতর এখন থেকেই পথে নামছে। আগামী সপ্তাহ থেকেই এর প্রস্তুতি শুরু হবে। যার একটি বড় অংশ জুড়ে থাকবে মানুষের মধ্যে সচেতনতা প্রচার।