এই মুহূর্তে জেলা

রিষড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো জগদ্ধাত্রী পূজার গাইড ম্যাপ।

হুগলি, ২৯ অক্টোবর:- পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জগদ্ধাত্রী উৎসব অনুষ্ঠিত হয় রিষরায়। সেই জগদ্ধাত্রী উৎসব যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে তার জন্য আজ চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে রিষড়া জগদ্ধাত্রী পূজা গাইড ম্যাপ ২০২২ এর উদ্বোধন করা হলো। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়। এখানকার পূজো প্রসঙ্গে বলতে গিয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাগলভি বলেন রিষড়ায় জগদ্ধাত্রী পূজো প্রতিবছর সুষ্ঠুভাবে পূজা অনুষ্ঠিত হয়।

এবারও যাতে এই পুজো শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে সম্পর্ন হতে পারে তার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুজোর দিনগুলিতে ব্যাপক পুলিশি নিরাপত্তা থাকবে রিষরায়। প্রায় দুই হাজার পুলিশ কর্মী এখানে নিয়োজিত থাকবেন এবং বেশ কিছু উচ্চপদস্থ পুলিশ অফিসারদের নেতৃত্বে এখানে পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন তার জন্য সমস্ত রকম বন্দোবস্ত করা হচ্ছে। সিসি ক্যামেরা।