এই মুহূর্তে জেলা

ছেলেধরা সন্দেহে ৫ জনকে আটকে রাখাকে কেন্দ্র করে উত্তাল তারকেশ্বর।

হুগলি, ২০ অক্টোবর:- ছেলেধরা সন্দেহে ৫ জনকে আটকে রাখাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠলো তারকেশ্বরের মির্জাপুর এলাকা। গ্রামবাসীদের হাত থেকে উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। জ্বললো আগুন, পুলিশকে লক্ষ করে ছোড়া হয় ইট পাটকেল। পরিস্থিতি সামলাতে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। অবশেষে ফায়ার ব্রিগেডের জলের সাথে ছোড়া হয় টিয়ার গ্যাস। এলাকা ফাঁকা করে অভিযুক্ত উদ্ধার করে তারকেশ্বর থানার পুলিশ। জানা গেছে ছেলে ধরা সন্দেহে তারকেশ্বর থানার মির্জাপুর শিবতলা এলাকায় পাঁচজনকে আটক করে রাখে গ্রামবাসীরা।আর এই নিয়েই পুলিশ ও গ্রামবাসীদের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা।সন্দেহে জনক দলের সদস্য ছিল মোট ছয় জন তাদের মধ্যর পাঁচ জনকে ধরলেও একজন পলাতক। গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় দুই শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল তারা।

এলাকায় কাগজ ও প্লাস্টিক কুড়িয়ে একটি ম্যাটাডোর গাড়িতে নিয়ে যাচ্ছিল অভিযুক্ত ব্যক্তিরা। আটক ব্যক্তিদের উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। আটকদের ম্যাটাডোর ভাঙচুর করা হয়। গাড়ির মধ্যে থাকা প্লাস্টিক সহ অন্যান্য জিনিস রাস্তার উপর জ্বালিয়ে দেয় গ্রাম বাসীরা। একজন মহিলা সহ পাঁচজনকে একটি ঘরে কোন রকমের সুরক্ষিত রাখার চেষ্টা করে পুলিশ। পাশাপাশি বেশ কয়েকটি থানা থেকে আনা হয় পুলিশ বাহিনী। ফায়ার ব্রিগেডের জলের সাথে ছাড়া হয় টিয়ার গ্যাস। এলাকা ফাঁকা হলে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মহিলা সহ পাঁচজনকে। উদ্ধার করার সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে গ্রামবাসীরা। আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ধাক্কা লেগে পা ভেঙে যায় এক ব্যক্তির। আহত ব্যক্তি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।