কলকাতা, ২০ অক্টোবর:- আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি বিক্রি ও মজুত করার জন্য বাজি বিক্রেতাদের অনুমতি দিয়েছে। রাজ্যে এ ধরনের দশ হাজার লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স প্রাপক রা অনুমোদিত সংখ্যায় স্বীকৃত বাজি মজুত ও সরবরাহ করতে পারবেন। প্রশাসনিক সূত্রে খবর ইতিমধ্যেই রাজ্যের দমকল দফতরের তরফে পরিবেশবান্ধব বাজি বিক্রিতে লাইসেন্স দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
সবুজ বাজি বিক্রি ও মজুত করার জন্য রাজ্যের জেলাশাসকরাই লাইসেন্স দিতে পারবেন। পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন বা পেসো ও নীরির ছাড়পত্র পেয়েছে এমন সবুজ বাজি বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হবে বলে জানা গিয়েছে। দীপাবলির আগে পরিবেশ দূষণ রুখতে সবুজ বাজি বিক্রিতে অনুমতি দেওয়ায় খুশি বাজি ব্যবসায়ীরা।