এই মুহূর্তে কলকাতা

পুজোর আগেই বাস চলাচলের অনুমতি টালা ব্রিজে- সূত্র।

কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- উদ্বোধনের দু’দিনের মাথায় শনিবার থেকে নবনির্মিত টালা ব্রিজে যান চলাচল শুরু হল। এদিন সকাল থেকে ওই সেতু ছোট চার চাকার গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে। আপাতত ভারী পণ্যবাহী ট্রাক এবং বাস চলার অনুমতি দেওয়া হচ্ছে না। তবে পুজোর আগেই বাস চলাচলের অনুমতি দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রিমোট কন্ট্রোলে নবনির্মিত টালা ব্রিজে খুলে দেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা, অরূপ বিশ্বাস-সহ মেয়র ফিরহাদ হাকিম স্থানীয় বিধায়ক অতীন ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, কলকাতার নগরপাল এবং ডিজিপি।

ব্রিজ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে একটা সমস্যা বুঝতে পেরেছিলাম। টালা ব্রিজ যখন ভাঙা শুরু হয় ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। স্থানীয় মানুষদের ফুটপাথ, সিড়ি, সার্ভিস রোড নিয়ে যা সমস্যা আছে পূর্ত দফতরকে বলবো দেখে নিতে। এই ব্রিজ নির্মাণে ৫০৪ কোটি টাকা খরচ হয়েছে। ব্রিজ ভাঙতে রেল নিয়েছে ৯০ কোটি টাকা। এখনই কোনও এখনো ভারী গাড়ি যাবে না।’তিনি জানান, কলকাতায় ট্রাফিক জ্যাম কমে গিয়েছে। আগামীতে আরও কমবে। কলকাতায় আরও কয়েকটা উড়ালপুল হবে। টালা থেকে ডানলপ,পাইকপাড়া থেকে শিয়ালদহ। রাজ্যে চারটে নতুন বিমানবন্দর হচ্ছে। কোচবিহার,বালুরঘাট,মালদা এবং পুরুলিয়া।