এই মুহূর্তে কলকাতা

বিধান নগর পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হলেন গৌরব শর্মা। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটএর কমিশনার পদের দায়িত্বে ছিলেন।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- বিধান নগর পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হলেন গৌরব শর্মা। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটএর কমিশনার পদের দায়িত্বে ছিলেন। সুপ্রতিম সরকারকে এদিকে ট্রাফিক এবং রোড সেফটির দায়িত্ব দেওয়া হল। শিলিগুড়ি কমিশনারেটের নতুন সিপি হলেন অখিলেশ কুমার চতুর্বেদী। তিনি এতদিন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার এস্টাবলিশমেন্ট ছিলেন। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের বদল হলো।

এই পুলিশ জেলার নতুন এসপি হলেন জয়িতা বোস। তিনি কলকাতার নর্থ ডিভিশনের ডিসি ছিলেন। বনগাঁর বর্তমান পুলিশ সুপার তরুণ হালদার কে ডি সি নর্থ কলকাতা করা হলো। বাগুইহাটি কাণ্ডের পরিপ্রেক্ষিতে ৭ সেপ্টেম্বর রাজ্য প্রশাসনিক বৈঠকে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রতিম সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন। সাত দিনের মাথায় তাঁকে বদলি করে দেওয়া হলো। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এই সংক্রান্ত নির্দেশক প্রকাশ করা হয়েছে।