এই মুহূর্তে কলকাতা

পদের অপব্যবহার করে সুযোগ নিলেই কড়া ব্যবস্থা, দলের বিধায়কদের স্পষ্ট জানিয়ে দিলেন শীর্ষ নেতৃত্ব।

কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- রাজনৈতিক পদাধিকারী বা শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি পদের অপব্যবহার করে ব্যক্তি হিসাবে কেউ সুযোগ নিলে দল তার দায়িত্ব নেবে না বলে তৃনমূল কংগ্রেস দলীয় বিধায়কদের স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিধানসভায় বিশেষ অধিবেশন শুরুর দিন সেখানে পরিষদীয় দলের বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চলতি অধিবেশনে বিধায়কদের প্রতিদিন সঠিক সময়ে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। বিধানসভার নৌসর আলি কক্ষে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির পৌরহিত্যে ওই বৈঠকে ছিলেন, পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপমুখ্য সচেতক তাপস রায় সহ দলের সমস্ত বিধায়কেরা। সেখানে শাসক দলের প্রত্যেক বিধায়ককে অধিবেশনের প্রতিদিন আগাগোড়া অধিবেশনে হাজির থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস পরিষদীয় নেতৃত্ব। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূলের মোট ২১৬ জন জনপ্রতিনিধিকেই প্রতি দিন হাজিরা দিতে হবে বিধানসভার অধিবেশনে।

পরে এক সাংবাদিক বৈঠকে পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এর জানান, চলতি অধিবেশনে ছয় সাতটি গুরত্বপূর্ন বিল আসতে চলেছে। বিল পাস করানোর সরকার পক্ষের দায়িত্বের মধ্যে পড়ে সে কথা দলীয় বিধায়কদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সব ক’টি বিলেই ভোটাভুটির সময় বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করা হয়েছে। যদি কোনও বিধায়ককে অধিবেশন ছেড়ে যেতে হয়, তা হলে পরিষদীয় দলের শীর্ষ নেতৃত্বকে সে কথা জানিয়ে যেতে হবে। বিরোধীদের কোনোরকম প্ররোচনায় পা না দিয়ে বিতর্কের মাধ্যমে তাঁদের সমস্ত সমালোচনার জবাব দিতে এবং শান্তিপূর্ণভাবে অধিবেশন পরিচালনার ব্যাপারে সক্রিয় হতে সরকারপক্ষের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।