এই মুহূর্তে কলকাতা

গৃহপালিত পশুদের মৃতদেহ দাহ করতে বৈদ্যুতিক চুল্লি বসতে চলেছে কলকাতা সহ জেলায়।

কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- এবার থেকে গৃহপালিত পশুদের মৃতদেহ দাহ করার জন্য বৈদ্যুতিক চুল্লি বসতে চলেছে কলকাতা সহ রাজ্যের সবকটি জেলায়। প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর এই চুল্লি বসাবে, রাজ্য অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড এর সাম্প্রতিক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।। এই পরিকল্পনা সঠিকভাবে রূপায়িত হলে রাজ্যের কোথাও আর ভাগাড় থাকবে না। উল্লেখ্য এ ধরনের চুল্লি রাজ্যে প্রথম বসানো হয় দক্ষিণ দমদম পুরসভা এলাকার প্রমোদনগরে। পুরো ও নগরোন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় এটি চালু হয়।

সরকারি পরিকল্পনা অনুযায়ী ইএম বাইপাস লাগোয়া ধাপার মাঠে কুকুর বিড়াল গরু সহ বিভিন্ন পশুর সব দেহ দাহ করার জন্য এই বৈদ্যুতিক চুল্লি বসানো হবে।। প্রকল্পটি রূপায়িত হবে কলকাতা পুরসভার তত্ত্বাবধানে। ব্যয় বহন করবে অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড। এরপর প্রতিটি জেলাতেই এই চুল্লি এই ধরনের চুল্লি বসানো হবে বলে জানানো হয়েছে।শহরে এই সত্কার কেন্দ্র তৈরির করার পাশাপাশি বেলগাছিয়ায় মত্স্য ও প্রাণিবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে অসুস্থ পশুর ডায়ালিসিস কেন্দ্র তৈরি করা হচ্ছে৷ ইতিমধ্যে ডায়ালিসিস যন্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷