এই মুহূর্তে জেলা

রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল, মন্তব্য দীপেন্দু বিশ্বাসের।

হাওড়া, ১২ সেপ্টেম্বর:- রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল। আমরা আমরা সর্বশক্তি দিয়ে এবার ডুরান্ড জেতার চেষ্টা করব। রবিবার সকালে হাওড়ার বেলুড়ে এক ছোটদের ফ্রি ফুটবল কোচিং সেন্টারে এসে ওই মন্তব্য করেন দীপেন্দু বিশ্বাস। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “রয়কৃষ্ণা আর উইলিয়ামকে ছেড়ে দেওয়া মোহনবাগানের পক্ষে বড়ো ভুল হয়েছে। রয়কৃষ্ণার গুরুত্বটা শনিবারের ম্যাচেই বোঝা গেছে। একদম ইলেভেনথস আওয়ারে ওই অসাধারণ গোল। পজিটিভ স্ট্রাইকার মানে সে গোল করবেই যে কোনও সময়েই। শনিবার ব্যাঙ্গালোর কিন্তু রয়কৃষ্ণার একক কৃতিত্বে ম্যাচ জিতল। আর মোহনবাগান ডার্বিতে যে ফুটবল ইস্টবেঙ্গলের সঙ্গে খেলেছিল ওইদিন যদি রয়কৃষ্ণা বা ডেভিড উইলিয়াম থাকত তাহলে মোহনবাগান অন্তত ২-৩টে গোল ওইদিন করতে পারত। প্রতিটা ম্যাচে মোহনবাগানের ফুটবল ভালো হচ্ছে কিন্তু স্কোরিং এবিলিটি হচ্ছেনা। গত বছর ডুরান্ড কাপ ফাইনালে একটুর জন্যে আমরা হেরে গিয়েছিলাম। এক্সট্রা টাইমে শেষ মুহুর্তের একটা গোলে হেরে গিয়েছিলাম। এবছর এখনো পর্যন্ত আমরা ডুরান্ড কাপে চারটি আইএসএল টিমের সঙ্গে খেলেছি।

একটা আর্মি টিমের সঙ্গে খেলেছি। কোয়ার্টার ফাইনাল ম্যাচ আজ (রবিবার) আছে। যে জিতবে তার সঙ্গে চেন্নাই এবং মুম্বইয়ের মধ্যে ম্যাচ হবে। চেন্নাই বা মুম্বই দুটোই ভালো টিম। মার্কোস, দাউদা একসঙ্গে খেললে আশা করছি ভালো ফল হবে। আমরা সর্বশক্তি দিয়ে ডুরান্ড জেতার চেষ্টা করব। আজকে বেলুড়ের পঞ্চাননতলা ফ্রি ফুটবল কোচিং সেন্টারে এসেছি এখানে যদি প্রতিভাবান খুদে খেলোয়াড় থাকে। গত ২ বছর কোভিডের কারণে ছোটদের ফুটবল অনেকটা পিছিয়ে গেছে। শেষ ২ বছরে কোনও ইউথ লিগ হয়নি। কোনও স্কুল টুর্নামেন্ট হয়নি। সুব্রত কাপ হয়নি। ফলে এই সময়টা ছোটদের পক্ষেও খুবই খারাপ গেছে। শেষ দুই আড়াই বছরে বাচ্চারা কোনও টুর্নামেন্ট খেলতে পারেনি। এবছর সব হবে। সুব্রত কাপ, আন্ডার সেভেনটিন, আন্ডার থার্টিন, আন্ডার ফিফটিন আই লিগ হবে। ভি সি রায় ট্রফি সাব জুনিয়র ন্যাশনাল হবে। সুতরাং আমরা আশা করছি আগামী দিনে কিছু ভালো প্লেয়ার পাব।” প্রসঙ্গত, এদিন সকালে বেলুড় পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এক অনুষ্ঠানের এবং বাচ্চাদের ফ্রি ফুটবল কোচিং ক্যাম্পের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।