এই মুহূর্তে জেলা

প্রকাশ্য দিবালকে পুরসভার অস্থায়ী কর্মীকে বন্দুক ঠেকিয়ে খুনের চেষ্টা শ্রীরামপুরে।

হুগলি, ১১ সেপ্টেম্বর:- প্রকাশ্য দিবালকে পুরসভার এক অস্থায়ী কর্মীকে বন্দুক ঠেকিয়ে খুনের চেষ্টার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের কাটা পোলে। ধৃতের নাম অপূর্ব বাগ। বাড়ি রাইল্যান্ড রোডে। অভিযুক্তকে সোমবার শ্রীরামপুর আদালতে তোলা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর এদিন দুপুরে কাটা পোলের রাস্তা ধরে প্রবাসনগরের বাড়িতে ফিরছিলেন পুরসভার অস্থায়ী কর্মী অনিল চৌধুরী। ওই সময় অভিযুক্ত অপূর্ব মোটর সাইকেল নিয়ে কাটা পোলের নীচে অনিলের রাস্তা আটকায়। কিছু বুঝে ওঠার আগেই অনিলের কোমড়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি চালায়। কিন্তু গুলি চলেনি।

এরপরেই প্রাণ বাঁচালে অনিল অপূর্বর হাত ধরে হ্যাঁচকা টান মারতেই দুষ্কৃতীর হাত থেকে আগ্নেয়াস্ত্র মাটিতে পড়ে যায়।অনিলের আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে এসে অপূর্ব কে পাকড়াও করে।ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ অপূর্ব কে গ্রেপ্তার করে। ঘটনার পর স্থানীয় কাউন্সিলর পিন্টু নাগ পুরপ্রধান গিরীধারী শা ও সন্তোষ কুমার সিংহকে সঙ্গে নিয়ে প্রথমে অনিলের বাড়ি ও পরে শ্রীরামপুর থানায় গিয়ে পুলিশকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। শ্রীরামপুর থানার পুলিশ জানিয়েছে খুনের চেষ্টা ও আর্মস অ্যাক্টে মামলা হয়েছে। আদালতের কাছে ধৃতের পুলিশ হেপাজতের আবেদন করবে শ্রীরামপুর থানার পুলিশ। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।