হুগলি, ৬ সেপ্টেম্বর:- পুজোর দিন গুলিতে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে বারোয়ারী পুজো মণ্ডপ গুলিতে পুজোর পরিকাঠামো খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার। মঙ্গলবার সকালে পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগলভির নেতৃত্বে পুলিশের একটি দল উত্তরপাড়া ও শ্রীরামপুরের জনপ্রিয় বারোয়ারি মন্ডপ গুলি ঘুরে দেখেন। সঙ্গে ছিল অতিরিক্ত পুলিশ কমিশনার শুভতোষ সরকার, আনন্দ ও শ্রীরামপুরের আইসি দিব্যেন্দু দাস।
পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগলভি বলেন, পুজোর দিন গুলিতে মানুষের ঢল নামবে ধরে নিয়েই আমরা নিরাপত্তা ব্যবস্থায় জোড় দিয়েছি। পুজো মণ্ডপ গুলিতে প্রথম দফায় ঘুরেছি। অগ্নি নির্বাপক, বিদ্যুৎ, প্রবেশ ও বাহির পথের সমস্ত কিছু খতিয়ে দেখে পুজো কমিটি গুলিকে গাইড লাইন মেনে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।পুজোর আগে বেশ কয়েকবার পরিদর্শন করা হবে।