এই মুহূর্তে জেলা

হাত কেটে নেওয়ার হুমকি দিলে আমরাও শান্ত হয়ে বসে থাকবো না হাত গুড়িয়ে দেব- বিস্ফোরক কল্যাণ।

হুগলি, ৬ সেপ্টেম্বর:- ইডি, সিবিআই কে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চক্রান্ত করছে বিজেপি। ঝাড়খন্ডের সরকার ফেলে দেওয়ার চেষ্টাও করে ছিল। কিন্তু টাকা সমেত বিধায়কদের গ্রেপ্তার করে নজির গড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এর পুলিশ। মঙ্গলবার উত্তরপাড়া চলো কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই বিজেপি কে নিশানা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজনৈতিক লড়াই করতে না পেরে প্রতিহিংসার খেলায় মেতেছে বিজেপি।

তবে সব কিছুর একটা সীমা থাকা দরকার। এরপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিজেপি সিপিএম কে হুঁশিয়ারি দিয়ে কল্যাণ বলেন, শুনে রাখো সিপিএম। শুনে রাখো বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদলের কথা বলে ছিলেন। কিন্তু যদি হাত কেটে নেওয়ার হুমকি দেন তাহলে আমরা কেউ শান্তশিষ্ট হয়ে থাকব না। হাত গুড়িয়ে দেব। এ দিনের সভায় হাজির ছিলেন সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই, স্নেহাশিস চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, বেচারাম মান্না, অসিত মজুমদার ও দিলীপ যাদব।