হুগলি, ৩ সেপ্টেম্বর:- শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার সাইবার ক্রাইম পুলিশ থানায় অভিযোগ দায়ের করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। অভিযোগে মানস বাবু উল্লেখ করেছেন যে গত ৩১ জুলাই ডানকুনিতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এসে তার বিরুদ্ধে বেশ কিছু আপত্তিকর কথা বলেছেন শুভেন্দু যার ফলে জনমানসে ভুল বার্তা যাচ্ছে। এতে তার সম্মানহানি হয়েছে এবং অবিলম্বে শুভেন্দুকে গ্রেফতার করা হোক বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ঘটনার দিন ডানকুনিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু মানস মজুমদারের বিরুদ্ধে সরাসরি আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন। পার্থ চ্যাটার্জির আর্থিক দুর্নীতির প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু বলেন “জেলার সবচেয়ে বড় কালেক্টর মানস মজুমদার ও বলাগড়ের শান্তনু ব্যানার্জি”।
বিরোধী দলনেতার এই মন্তব্যের পরই গোঘাটের এক বিজেপি কর্মী কেশব মজুমদার প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে শুভেন্দুর পেজে একটি আপত্তিকর পোস্ট করে। ওই পোস্টে উল্লেখ করা হয় ২০১৪-র টেটে মানস মজুমদার প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। মানস মজুমদার প্রাথমিক শিক্ষকের চাকরির প্রসঙ্গটি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করে ওই বিজেপি কর্মীর বিরুদ্ধে তখন গোঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়। কিন্তু শুভেন্দুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলায় রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। মানস বাবু বলেন শুভেন্দুর ওই আপত্তিকর পোস্টের দরুন তার সামাজিক সম্মানহানি হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমানসে ভুল বার্তা দেওয়া হচ্ছে। তাই অবিলম্বে শুভেন্দু কে গ্রেপ্তারের দাবি জানিয়ে শনিবার ৩ সেপ্টেম্বর কামারকুন্ডু সাইবার ক্রাইম পুলিশ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।