এই মুহূর্তে কলকাতা

২৭ থেকে বাড়িয়ে কনস্টেবল নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর করা হচ্ছে।

কলকাতা, ৩১ আগস্ট:- রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। ২৭ বছর থেকে বাড়িয়ে কনস্টেবল নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষনা করেছেন। আগামীকাল পুলিশ দিবসের আগে পুলিশ কর্মী কল্যাণ কমিটির সুপারিশ অনুসারে নিচু তলার পুলিশ কর্মীদের জন্য তিনি আরও বিভিন্ন সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন। কোনও পুলিশকর্মী কর্তব্যরত অবস্থায় মারা গেলে, তাঁর পরিবারের কাউকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হবে। পুলিশের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে শারীরিক মাপকাঠি ও বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। পাশাপাশি সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ বা এনভিএফ হিসেবে কর্তব্যরতরা এতদিন ২৭ বছর বয়স পর্যন্ত পদোন্নতির আবেদন করতে পারতেন। এখন থেকে তা বাড়িয়ে ৩৫ বছর করার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সিভিক পুলিশ, গ্রাম রক্ষী বাহিনী থেকে পুলিশ কনস্টেবলে পদোন্নতির ক্ষেত্রেও বয়সে ছাড় মিলবে।

এই ক্ষেত্রে ২৭ থেকে বেড়ে বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে ৩০ বছর।কলকাতা পুলিশের চুক্তিভিত্তিক চালকরা মাসে ১১ হাজার ৫০০ টাকা পেতেন। তাঁদের বেতন বেড়ে হচ্ছে ১৩ হাজার ৫০০ টাকা।রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক চালকরা পেতেন ১৩ হাজার ৫০০ টাকা। সেই বেতন বাড়িয়ে মুখ্যমন্ত্রী মাসিক ১৫ হাজার টাকা করার পরামর্শ দিয়েছেন। স্থায়ী চাকরিতে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ওয়ারলেস অপারেটর, ওয়ারলেস প্রমোটার, মাউন্টেড পুলিশের কর্মীদের বকেয়া পদোন্নতির দাবি দ্রুত পূরণ করা হবে। কলকাতা এবং রাজ্য পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং ইন্সপেক্টরদের পোশাকের খরচ দেওয়ার কথাও ঘোষণা মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন।