এই মুহূর্তে কলকাতা

পরিবারের সদস্যের অবৈধ সম্পত্তি নিয়ে কঠোর মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩১ আগস্ট:- পরিবারের সদস্যদের অবৈধ দখল থাকলে বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে এ কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী এদিন জানান, কেউ কেউ অভিযোগ করছেন আমার পরিবারের সদস্যরা অবৈধভাবে জমি দখল করে রেখেছেন। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখার নির্দেশ দেন। একইসঙ্গে তাঁর নির্দেশ যদি অবৈধ দখলের প্রমাণ মেলে তবে বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিন। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোনও জমি দখল করেছি বা পাইয়ে দিয়েছি প্রমাণিত হলে গুঁড়িয়ে দেবেন।’ তিনি আরও বলেন, ‘ভাইরা সব আলাদা আলাদা থাকে, ঠিকঠাক দেখাই হয় না’।

মুখ্যমন্ত্রী যখন এই মন্তব্য করেন তখন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ দফতরের সচিব ও ভূমি দফতরের সচিব। তাঁদের সামনেই এই নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা এদিন জানান, যে জায়গায় তাঁদের পরিবারের সদস্যরা বসবাস করেন, সেটি রানি রাসমনির জায়গা। মুখ্যমন্ত্রীর বলেন, এগুলো তাঁদের নিজস্ব জমিও নয়, তাঁরা ঠিকা প্রজা হিসেবে বাস করেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘রাজনীতি এত নোংরা জানলে আমি আসতাম না। এখন এসে গিয়েছি, তাই কাজগুলো আমাকে করতেই হবে।’ প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার হাইকোর্টে মামলা করেছেন বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ওই দিন তৃণমূলের ছাত্র সংগঠনের অনুষ্ঠান মঞ্চেও তৃণমূল নেত্রী সেই মামলার প্রসঙ্গ উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁর পরিবারে শুধু মা ছিলেন তাঁর দায়িত্বে। বাকিদের আলাদা সংসার। উৎসব-অনুষ্ঠানেই তাঁদের সঙ্গে দেখা হয় কেবল।