হাওড়া, ২৭ আগস্ট:- অবশেষে প্রয়াত বালির তৃণমূল নেতা তপন দত্তের বাড়িতে এলেন সিবিআই আধিকারিক। শনিবার সন্ধ্যায় তপন দত্তের বাড়ি এসে পৌঁছান তাঁরা। আসার আগে তপন দত্তের স্ত্রী প্রতিমাদেবীকে সিবিআই এর পক্ষ থেকে ফোন করে তাঁর বাড়ির লোকেশন এবং ঠিকানা জানতে চাওয়া হয়। এরপর সন্ধ্যে পৌনে ৬টা নাগাদ এসে পৌঁছান এক আধিকারিক সহ মোট ২ জন।
এরপর প্রায় ঘন্টাখানেক সিবিআইয়ের অফিসার প্রতিমাদেবী এবং তাঁর মেয়ের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে। বিভিন্ন তথ্য খতিয়ে দেখেন। এ বিষয়ে সিবিআইয়ের আধিকারিক সংবাদমাধ্যমকে কোনও কিছু বলতে চাইলেও তপন দত্তের ছোট মেয়ে পূজা দত্ত সাংবাদিকদের বলেন, প্রায় ১২ বছর পর সিবিআই আসায় ন্যায়বিচার নিয়ে তাঁরা অনেকটাই আশাবাদী।